বিদেশ মন্ত্রক ভ্রমণ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করে, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের খুব জরুরী প্রয়োজন ছাড়া ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ভারতীয় নাগরিক এবং ইরানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সতর্ক থাকা এবং বিক্ষোভস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।
মন্ত্রকের পক্ষ থেকে নিবিড়ভাবে বিভিন্ন সংবাদ পর্যবেক্ষণের পাশাপাশি তেহরানে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমগুলির ওপর নজর রাখতেও বলা হয়েছে। যে সমস্ত ভারতীয় নাগরিক, রেসিডেন্ট ভিসায় ইরানে আছেন তাঁরা ভারতীয় দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত না করে থাকলে, অবিলম্বে তা করার পরামর্শ দেওয়া হয়েছে।