বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এর আগে মন্ত্রক পশ্চিম এশিয়ার এই দেশটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে সতর্কতা জারি করেছিল। তেহরানে ভারতীয় দূতাবাস নাগরিকদের দ্রুত ইরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। বাণিজ্যিক উড়ান সহ যেকোনো পরিবহন ব্যবস্থায় নাগরিকদের ইরান ছেড়ে যাওয়ার জন্যও বলা হয়েছে। দূতাবাস জরুরি যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে।
এগুলি হল- 989128109115; +989128109109; +989128109102 এবং +989932179359, cons.tehran@mea.gov.in ইমেলের মাধ্যমেও দূতাবাসের সাথে যোগাযোগ করা যেতে পারে।