মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 20, 2025 7:19 AM

printer

বিদেশ মন্ত্রক ইরানে যেকোনরকম কাজের প্রস্তাব অথবা কর্মসংস্থানের প্রতিশ্রুতি ভালোভাবে খতিয়ে দেখেই কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য ভারতীয় নাগরিকদের সতর্ক করে দিয়েছে।

বিদেশ মন্ত্রক ইরানে যেকোনরকম কাজের প্রস্তাব অথবা কর্মসংস্থানের প্রতিশ্রুতি ভালোভাবে খতিয়ে দেখেই কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য ভারতীয় নাগরিকদের সতর্ক করে দিয়েছে। মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় নাগরিকরা এই ধরনের মিথ্যে প্রতিশ্রুতিতে সাড়া দিয়ে প্রতারিত হয়েছেন – এমন বেশকিছু ঘটনা সম্প্রতি নজরে এসেছে। তার প্রেক্ষিতে এই সতর্ক বার্তা। এই ধরনের কর্মসংস্হানের প্রস্তাব পেয়ে বেশকিছু ভারতীয় নাগরিক ইরানে পৌঁছনোর পর দুষ্কৃতিরা তাদের অপহরণ করে পরিবারের কাছ থেকে মোটা টাকা মুক্তিপণ দাবি করেছে – এমন ঘটনাও প্রকাশ্যে এসেছে। ইরান সরকার পর্যটনের জন্য ভারতীয়দের ভিসা ছাড়াই সেদেশে প্রবেশের অনুমতি দেয় বলে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে, তার সুযোগ নিয়ে কোন এজেন্ট কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ভিসা ছাড়াই ইরানে প্রবেশের প্রস্তাব দিলে তাতে সাড়া না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে।