বিদেশে পাঠরত চিনা পড়ুয়াদের বড়সড় অংশ দেশে ফিরে আসায় সেদেশে বেকারত্ব বাড়ছে বলে খবরে প্রকাশ। চিনের শিক্ষা মন্ত্রক জানিয়েছে , বিদেশে ভিসা এবং চাকরির সুযোগ সংকুচিত হওয়ায় 2024 এর পর থেকে ৪ লক্ষ ৯৫ হাজার পড়ুয়া দেশে ফিরে এসেছে, আগের বছরের তুলনায় যা ১৯.১ শতাংশ বেশি । ইংরাজি ভাষা এবং প্রযুক্তির দিক থেকে দক্ষ হওয়ায় স্থানীয় স্নাতকদের তুলনায় চাকরি ক্ষেত্রে এঁদের চাহিদা বেশি। এতেই প্রমাদ গুণছেন স্থানীয় পড়ুয়ারা ।
Site Admin | December 17, 2025 10:38 PM
বিদেশে পাঠরত চিনা পড়ুয়াদের বড়সড় অংশ দেশে ফিরে আসায় সেদেশে বেকারত্ব বাড়ছে বলে খবরে প্রকাশ।