December 17, 2025 10:38 PM

printer

বিদেশে পাঠরত চিনা পড়ুয়াদের বড়সড় অংশ দেশে ফিরে আসায় সেদেশে বেকারত্ব বাড়ছে বলে খবরে প্রকাশ।

বিদেশে পাঠরত চিনা পড়ুয়াদের বড়সড় অংশ দেশে ফিরে আসায় সেদেশে বেকারত্ব বাড়ছে বলে খবরে প্রকাশ। চিনের শিক্ষা মন্ত্রক জানিয়েছে বিদেশে ভিসা এবং চাকরির সুযোগ সংকুচিত হওয়ায় 2024 এর পর থেকে ৪ লক্ষ ৯৫ হাজার পড়ুয়া দেশে ফিরে এসেছেআগের বছরের তুলনায় যা ১৯.১ শতাংশ বেশি । ইংরাজি ভাষা এবং প্রযুক্তির দিক থেকে দক্ষ হওয়ায় স্থানীয় স্নাতকদের তুলনায় চাকরি ক্ষেত্রে এঁদের চাহিদা বেশি। এতেই প্রমাদ গুণছেন স্থানীয় পড়ুয়ারা ।