বিদেশী চাপ সত্ত্বেও কৃষকদের স্বার্থরক্ষায় বাণিজ্য চুক্তি নিয়ে সরকারের সাহসী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। তাদেরকৃতজ্ঞতা ও সমর্থন জানাতে গতকাল নতুন দিল্লিতে কৃষক সংগঠনের নেতারা কেন্দ্রীয়কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন।প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কেবল লক্ষ লক্ষ খাদ্য সরবরাহকারীকেই স্বস্তি দেবে না, সেই সঙ্গে দেশের কৃষি ও গ্রামীণ ক্ষেত্রে স্বনির্ভরতাও বৃদ্ধি করবে।
Site Admin | August 13, 2025 8:44 PM
বিদেশী চাপ সত্ত্বেও কৃষকদের স্বার্থরক্ষায় বাণিজ্য চুক্তি নিয়ে সরকারের সাহসী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা
