বিদেশমন্ত্রী S জয়শঙ্কর আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশতম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য এবং সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে এই সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ মত-বিনিময় করবেন।
এর আগে বিদেশমন্ত্রী গতকাল আসিয়ান শীর্ষসম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে আলোচনায় অংশ নেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি সফল আসিয়ান সম্মেলনের আয়োজনের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক বন্ধন এবং দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করার ক্ষেত্রে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভাবনার গুরুত্বের কথাও উল্লেখ করেন।
সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণনের সঙ্গে বর্তমান বিশ্ব ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় তথা ভারত-সিঙ্গাপুর পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার ব্যাপারেও আলোচনা করার কথা জানিয়েছেন মন্ত্রী।
তিনি থাইল্যান্ডের বিদেশমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেউ এর সঙ্গে দুদেশের পারস্পরিক কৌশলগত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনার কথাও উল্লেখ করেছেন।
শ্রী জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হুয়ানের সঙ্গে গাড়ি, সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিন, প্রতিরক্ষা ও জাহাজ নির্মাণের সরঞ্জামের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনার কথাও জানিয়েছেন।
 
									 
		 
									 
									 
									