মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 20, 2025 7:02 PM

printer

বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর,  রাশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।

বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর,  রাশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ড. জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ও রাশিয়ার সম্পর্ক, সমসাময়িক বিশ্ব ভূ রাজনীতি এবং ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ড জয়শঙ্কর,  আজ বাণিজ্য, অর্থনীতি, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত  এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্ত: সরকারী কমিশনের ২৬ তম অধিবেশনে যৌথ সভাপতিত্ব করবেন। মস্কোয় ভারত রাশিয়া ব্যাবসায়িক মঞ্চে ভাষন দেবেন বিদেশমন্ত্রী।

    উল্লেখ্য, তিনদিনের আনুষ্ঠানিক সফরে বিদেশমন্ত্রী গতসন্ধ্যায় রাশিয়া পৌঁছেছেন।

 সফরকালে শ্রী জয়শঙ্কর,  রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরোভের সঙ্গে দেখা করে আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে দ্বিপাক্ষিক কর্মসূচী পর্যালোচনা করবেন। দু দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যমান বিশেষ কৌশলগত অংশীদারত্ব আরো মজবুত করাই এই সফরের মূল লক্ষ্য।  জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সাম্প্রতিক মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,  ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার মান্ত্রুভ এবং নিরাপত্তা পর্ষদের সচিব সার্গেই শৈগুর সঙ্গে সাক্ষাত করার পর ড. জয়শঙ্করের এই সফর৷