December 31, 2025 11:52 AM

printer

বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ ঢাকায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও  বি এন পি নেত্রী খালেদা জিয়ার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন।

বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ ঢাকায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও  বি এন পি নেত্রী খালেদা জিয়ার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন।

আগেই জানানো হয়েছে যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া গতকাল ঢাকায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

দুপুর ২টোয় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার নমাজ অনুষ্ঠিত হবে। খালেদা জিয়াকে তার স্বামী, সে দেশের প্রাক্তন  রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে সে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে। আজ তাঁর শেষ কৃত্যানুষ্ঠানের জন্য একদিনের ছুটি দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, খালেদা জিয়ার অন্তিম ক্রিয়ানুষ্ঠান ও শোক পালনের কর্মসূচি পালনের সময় জনগণকে শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।