বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল লন্ডনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং দু-দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তার বৈঠকের বিষয়ে উল্লেখ করে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর আরও জানান, প্রধানমন্ত্রী স্টারমার ইউক্রেন সংঘর্ষ নিয়ে তার দেশের অবস্হানের কথাও জয়শঙ্করকে জানিয়েছেন।
পরে শ্রী জয়শঙ্কর ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর ডেভিড ল্যামির উষ্ণ অভ্যর্থনার কথা জানিয়ে বলেছেন, পরবর্তী আলোচনার জন্য তিনি আগ্রহী রয়েছেন।