July 17, 2024 7:06 PM

printer

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর নবীন রামগুলাম এবং পল বেরেঞ্জারের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর নবীন রামগুলাম এবং পল বেরেঞ্জারের সঙ্গে সাক্ষাত্ করেছেন। ডক্টর নবীনের সঙ্গে সাক্ষাত্-এ শ্রী জয়শঙ্কর দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং দুদেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেন। পল বেরেঞ্জারের সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী সমসাময়িক বিশ্ব রাজনীতির নানা দিক নিয়ে কথা বলেছেন।

উল্লেখ্য দুদিনের সফরে ডক্টর জয়শঙ্কর এখন মরিশাসে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।