বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা অব্যাহত রয়েছে। নতুন দিল্লীতে আজ ই টি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে যোগ দিয়ে তিনি বলেন, সরকার কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিনযুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ভারত জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, সরকার স্বনির্ভর ভারত গঠনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক অভিজ্ঞতা শিখিয়েছে কোন একটি নির্দিষ্ট বাজারের ওপর নির্ভর করে থাকা উচিত নয়।