বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভারত সফররত দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে এক বৈঠকে মিলিন হন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা এবং শিল্প উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছেন। এছাড়াও প্রতিরক্ষা, কৃত্রিম মেধা, সেমি কন্ডাক্টর, পরিচ্ছন্ন শক্তি ক্ষেত্রেও সহযোগিতার বিষয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। দু-দেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের দশম বার্ষিকীতে বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক পর্যায়ে যে মতৈক্য হয়েছে, সেব্যাপারে তিনি সন্তোষ ব্যক্ত করেন।
Site Admin | August 16, 2025 9:36 PM
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভারত সফররত দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে এক বৈঠকে মিলিন হন।
