বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের ২১ শে জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে আলোচিত বিষয়গুলি নিয়ে কথা বলবেন তারা। আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন বিশেষ করে ভারত প্রশান্ত মহাসাগারীয় অঞ্চল সংক্রান্ত বিষয় গুলি নিয়ে কোয়াড গোষ্ঠীর বিদেশমন্ত্রীরা মত বিনিময় করবেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্মুক্ত বাণিজ্য সংক্রান্ত বিষয়ে গৃহীত নতুন প্রস্তাবগুলি নিয়েও তাদের মধ্যে কথা হবে বলে মনে করা হচ্ছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবীয় বৈঠকে নেতৃত্ব দেবেন। উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী ই-ওয়া-তাকেশি প্রমুখ।
Site Admin | July 1, 2025 10:13 AM
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন।
