বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তিনদিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও-র আমন্ত্রণে আগামীকাল কোয়াড-ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন তিনি।
বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন ও মুক্ত উন্নয়নমুখী প্রস্তাবের ওপর কোয়াড সদস্য দেশগুলি বিশেষ জোর দিচ্ছে। পহেলগাঁও হামলার পর এটিই প্রথম কোয়াডের মন্ত্রী পর্যায়ের বৈঠক। ডক্টর জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ‘দ্য হিউম্যান কস্ট অফ টেররিজম’ শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। এখানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের ধংসের চিত্রের পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূল করতে আন্তর্কজাতিক স্তরে পদক্ষেপগুলি তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে পর্যায়ক্রমে পাকিস্তানের সভাপতিত্ব পাওয়ার একদিন আগেই এই প্রদর্শনীর উদ্বোধন হবে।