June 24, 2024 2:44 PM

printer

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমির শাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিনয়ানের সঙ্গে বৈঠক করেছেন।

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমির শাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিনয়ানের সঙ্গে বৈঠক করেছেন। আবুধাবিতে এই বৈঠকে উভয় নেতা দুদেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে পর্যালোচনা করেন। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতি এবং দুদেশের জনণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

এর আগে শ্রী জয়শঙ্কর লুভের মিউজিয়ামে ভারতীয় দূতাবাস আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।