November 24, 2024 9:14 AM

printer

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শংকর আজ তিন দিনের  সরকারি সফরে ইতালি যাচ্ছেন

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শংকর আজ তিন দিনের  সরকারি সফরে ইতালি যাচ্ছেন। G-7 গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠকের অঙ্গ হিসেবে এক আউটরিচ অধিবেশনে  যোগ দিতে শ্রী জয়শংকর ইতালির ফিউগিতে যাবেন। এই বৈঠকে ভারত অতিথি দেশ হিসেবে যোগ দিচ্ছে। বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর চলাকালীন তিনি রোমে দশম ভূমধ্যসাগরীয় আলোচনা চক্রে যোগ দেবেন। ইতালির পররাষ্ট্র বিষয়ক এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত মন্ত্রকের উদ্যোগে এই আলোচনা চক্রের আয়োজন করেছে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল পলিটিকাল স্টাডিজ। ডক্টর জয়শংকর রোমে নবনির্মিত ভারতীয় দূতাবাসেরও উদ্বোধন করবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।