বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সন্ত্রাসবাদের বিরোধীতায় ভারতের পদক্ষেপের প্রতি জার্মানির সমর্থনকে প্রশংসা জানিয়ে ফ্রেডরিক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী জয়শঙ্কর বলেন, ভারত জার্মানি কৌশলগত অংশীদারীত্ব আরো বাড়াতে মার্জের সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যেতে আগ্রহী। ডঃ জয়শঙ্কর, জার্মান চ্যান্সেলরের বিদেশ ও নিরাপত্তা নীতি উপদেষ্টার সঙ্গেও কথা বলেছেন। সন্ত্রাসবাদ মোকাবিলা সহ অন্যান্য আন্তর্জাতিক ইস্যু নিয়ে মত বিনিময় করেন তাঁরা।
Site Admin | May 23, 2025 6:48 PM
বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
