বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারীত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নতুন দিল্লীতে আজ অষ্টাদশ ভারত – জাপান কৌশলগত আলোচনায় সেদেশের বিদেশমন্ত্রী তোশিমিতশু মোতেগির সঙ্গে আলোচনার পর শ্রী জয়শঙ্কর বলেন, বিশ্বকে নতুন রূপ প্রদান করার এবং আন্তর্জাতিক অর্থনীতিতে বিপদের শঙ্কা হ্রাস করার বিপুল সম্ভবনা এই দুই দেশের রয়েছে। সামজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, সামূদ্রিক নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খলে সুস্থিতি, বিরল খনিজ, প্রযুক্তি, মা্নুষে মানুষে সংযোগ এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে কথা হয়েছে। দু দেশের অভিন্ন স্বার্থ ও পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করেই আজকের এই আলোচনা হয় বলেও তিনি জানান। ভারত প্রসান্ত মহাসাগরীয় এবং আন্তর্জাতিক নানা বিষয়ে দুই নেতা কথা বলেন।
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আগে, উদ্বোধনী ভাষনে ডঃ জয়শঙ্কর বলেন, গত দু দশকের বেশী সময় ধরে ভারত ও জাপান নিজেদের সম্পর্ককে অর্থনৈতিক থেকে সুসংহত কৌশলগত অংশীদারীত্বে উন্নীত করেছে। ভারতের ‘মহাসাগর’ প্রকল্প এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে দৃষ্টিভঙ্গী, জাপানের সঙ্গে নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি জানান।