December 17, 2025 9:25 AM

printer

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর গতকাল জেরুজালেমে ইজরায়েলের বিদেশমন্ত্রী জিডিওন সারের সঙ্গে সাক্ষাৎ করেন

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর গতকাল জেরুজালেমে ইজরায়েলের বিদেশমন্ত্রী জিডিওন সারের সঙ্গে সাক্ষাৎ করেন। সিডনির বন্ডি বিচে হানুক্কা উৎসবের সময় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণহানির ঘটনায় উভয়েই গভীর শোক প্রকাশের পাশাপাশি সন্ত্রাসবাদের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দু’দেশের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন।\

জিডিওন সারের সঙ্গে আলাপচারিতার পর সামাজিক মাধ্যমের এক বার্তায় ডঃ জয়শঙ্কর বলেন, তাঁরা ভারত ও ইজরায়েলের কৌশলগত অংশিদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্রের উন্নয়ন সহ গাজা শান্তি চুক্তি বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী সমাধানের লক্ষ্যে মতবিনিময় করেছেন উভয় নেতা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।