December 9, 2025 9:05 PM

printer

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ দিল্লিতে সিঙ্গাপুরের তিও চি হিনের সঙ্গে নতুন দিল্লিতে কথাবার্তা বলেছেন

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ দিল্লিতে সিঙ্গাপুরের প্রখ্যাত তেমাসেক হোল্ডিং-এর চেয়ারম্যান তিও চি হিনের সঙ্গে নতুন দিল্লিতে কথাবার্তা বলেছেন। নতুন সংস্কার মূলক পদক্ষেপের পর কীভাবে বিনিয়োগ বাড়ানো যায় তা নিয়ে দু পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। উল্লেখ্য, তিও চি হিন এবার পঞ্চম অটলবিহারী বাজপেয়ী স্মারক বক্তৃতা দেবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।