বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, সন্ত্রাসবাদকে বিশ্ব শান্তি ও সুস্থিতির পক্ষে বিপজ্জনক বলে উল্লেখ করে বলেছেন, সমগ্র বিশ্বের উচিৎ এর বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণ করা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০ তম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে অংশ নিয়ে শ্রী জয়শঙ্কর বলেন, জঙ্গী কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষা করাই স্বাভাবিক। সমগ্র বিশ্বকে এর বিরুদ্ধে সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ে আশিয়ান গোষ্ঠীর দৃষ্টিভঙ্গীর সঙ্গে সঙ্গতি রেখে সামূদ্রিক ক্ষেত্রে ভারতের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন তিনি। ২০২৬ সালে আশিয়ান- ভারত সামূদ্রিক সহযোগিতা বর্ষ উদযাপন করা হবে বলেও শ্রী জয়শঙ্কর ঘোষণা করেছেন।
ইউক্রেন ও গাজায় চলতি সংঘাতের বিষয়ে ডঃ জয়শঙ্কর, গাজা শান্তি চুক্তিকে স্বাগত জানান। দ্রুত ইউক্রেনের সংঘাতের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।