বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, বহুমুখী ব্যবস্থার স্বার্থে রাষ্ট্রসঙ্ঘকে আরও শক্তিশালী করা প্রয়োজন। শুধু তাই নয়, রাষ্ট্রসঙ্ঘকে সব দিক দিয়ে মজবুত করতে হবে। আজ তিনি দিল্লিতে রাষ্ট্রসঙ্ঘর আশি বছর উপলক্ষে একটি স্মারক পোস্টেজ স্ট্যাম্পের উদ্বোধন করে বলেন, ভারত বরাবরই শান্তি,নিরাপত্তা ও উন্নয়নের স্বপক্ষে। তিনি স্পষ্ট ভাষায় জানান, ভারত রাষ্ট্রসঙ্ঘর বহুমুখী বিশ্ব ব্যবস্থার পক্ষে থাকবে। তবে তিনি মনে করে দিয়েছেন,সবসময় রাষ্ট্রসঙ্ঘর ভূমিকা সদর্থক নয়। বিশ্ব রাজনীতির জরুরি বিষযগুলিকে অনেক সময়ই ঠিকমতো গুরুত্ব দেওয়া হয় না।বিতর্কগুলিরও মেরুকরণ হয়ে যায়। সত্যিকারের কোনও সংস্কারের প্রসঙ্গ উঠলে নানা রকম বাধা আসে। অনেক সময় নানারকম আর্থিক প্রতিবন্ধকতাও তৈরি করা হয়।তাঁর মতে, সন্ত্রাসবাদ সম্পর্কে রাষ্ট্রসঙ্ঘর সার্বিক দৃষ্টিভঙ্গীর মধ্যে বেশ কিছুটা দোলাচল লক্ষ্য করা যায়। উদাহরণ প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, যখন একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী প্রতিবেশী দেশের মাটি থেকে পহেলগাঁও-কাণ্ডর দায় স্বীকার করে নেয়, তখন নিরাপত্তা পর্ষদের একটি দেশ কী করে সরাসরি সেই দেশের পক্ষে ভোট দেয়। তাদের এই অবস্থান রাষ্ট্রসঙ্ঘর বহুত্ববাদী ব্যবস্থার অন্তরায়। ডঃ জয়শঙ্কর বলেছেন,এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সন্ত্রাসে মদতদাতা এবং সন্ত্রাসের শিকারদের একই পংক্তিভুক্ত করা হচ্ছে।
Site Admin | October 24, 2025 9:33 PM
বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, বহুমুখী ব্যবস্থার স্বার্থে রাষ্ট্রসঙ্ঘকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
 
		 
									 
									 
									 
									