মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 21, 2025 12:04 PM

printer

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, ভারত-রাশিয়া অংশিদারিত্ব ক্রমশ শক্তিশালী হচ্ছে।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, ভারত-রাশিয়া অংশিদারিত্ব ক্রমশ শক্তিশালী হচ্ছে। দু’দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র ও সুযোগ আরও প্রসারিত হচ্ছে। মস্কোয়, ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখার সময় তিনি, বাণিজ্যিক পরিধি বৃদ্ধি, বিনিয়োগ, যৌথ প্রকল্পের পরিকল্পনা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। করোনা অতিমারীর প্রভাবের কথা উল্লেখ ক’রে বিদেশমন্ত্রী বলেন, সংঘাত, রাজনৈতিক ও অর্থনৈতিক পট পরিবর্তন এবং বাণিজ্যিক অস্থিরতার মতো বিষয়, দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য অংশীদারদের গুরুত্ব বুঝিয়েছে। ভারত – ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ের কথা উল্লেখ ক’রে শ্রী জয়শঙ্কর বলেন, এই উদ্যোগ যোগাযোগ এবং বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে বিশেষ সহায়ক হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।