January 19, 2026 4:24 PM

printer

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, পোল্যান্ডকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণ করতে হবে এবং ভারতের প্রতিবেশী অঞ্চলে জঙ্গী কার্যকলাপে মদত দেওয়া থেকে বিরত থাকতে হবে।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, পোল্যান্ডকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণ করতে হবে এবং ভারতের প্রতিবেশী অঞ্চলে জঙ্গী কার্যকলাপে মদত দেওয়া থেকে বিরত থাকতে হবে। নতুন দিল্লিতে পোল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী রাডোস্লাও সিকোরস্কির সঙ্গে বৈঠকে ডঃ জয়শঙ্কর বলেন, পোল্যান্ড ভারতের ভৌগোলিক অবস্হান এবং সীমান্ত-পারের সন্ত্রাসবাদের দীর্ঘদিনের সমস্যা সম্পর্কে অবগত।

শ্রী জয়শঙ্কর বলেন, সম্প্রতি নিউইয়ার্ক এবং প্যারিসে ইউক্রেন সংঘাত ও তার প্রভাব সম্পর্কে ভারতের মতামত তিনি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ভারতকে লক্ষ্য করে পরিকল্পনা মাফিক আক্রমণ – অন্যায় এবং অযৌক্তিক বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে ভারত ও পোল্যান্ডের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উল্লেখ করেন শ্রী জয়শঙ্কর।