বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর আজ দোহায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাৎ করেন। ডঃ জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তা তাঁকে দেন। ভারত-কাতার সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা। ডঃ জয়শঙ্কর দোহায় কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গেও দেখা করেছেন। পশ্চিম এশিয়ার উন্নয়নের পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করেছেন তাঁরা। আলোচনায় জ্বালানী, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে সংযোগ সহ কৌশলগত অংশীদারিত্বের নানা প্রসঙ্গ স্থান পেয়েছে।
Site Admin | November 16, 2025 9:41 PM
বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর আজ দোহায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাৎ করেন