বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বাহরিনের বিদেশমন্ত্রী ডঃ আব্দুল লতিফ বিন রশিদ আলজায়ানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ডঃ জয়শঙ্কর বলেন, ভারত ও বাহরিনের মধ্যে দীর্ঘস্থায়ী এবং বহুমুখী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আঞ্চলিক এবং বিশ্বব্যাপী উন্নয়নের বর্তমান পরিস্তিথির বিষয়ে দুই নেতার মধ্যে মতামত বিনিময় হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Site Admin | November 16, 2025 10:49 AM
বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বাহরিনের বিদেশমন্ত্রী ডঃ আব্দুল লতিফ বিন রশিদ আলজায়ানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।