বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিষয়গুলিতে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও -র আপোষহীন অবস্থান নেওয়া উচিত। তিনি গতকাল চীনের তিয়ানজিনে এসসিও-র বিদেশমন্ত্রী পরিষদের বৈঠকে অংশ নেন। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ধর্মীয় বিভেদ তৈরির উদ্দেশ্যে এবং জম্মু ও কাশ্মীরের পর্যটনভিত্তিক অর্থনীতিকে দুর্বল করার জন্যই জঙ্গীরা হামলা চালায়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং সন্ত্রাসবাদের এই নিন্দনীয় কাজের অপরাধী, সংগঠক, অর্থদাতা এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। বিদেশমন্ত্রী বলেন, ভারত জম্মু কাশ্মীরের হামলার অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য কাজ চালিয়ে যাবে।