January 6, 2026 11:57 AM

printer

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শংকর গতকাল প্যারিসে ভারত-ফ্রান্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ভারত-ফ্রান্স যুবা প্রতিভা অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শংকর গতকাল প্যারিসে ভারত-ফ্রান্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ভারত-ফ্রান্স যুবা প্রতিভা অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।  একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রী জানান তিনি বিশ্বজুড়ে পরিবর্তন এবং তার প্রেক্ষিতে ভারত-ফ্রান্স সহযোগিতার ব্যাপারে আলোচনা করেছেন। আন্তর্জাতিক শক্তি সংস্থার নির্বাহী আধিকারিক ফেথ বাইরলের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। শক্তিক্ষেত্রে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বাইরলের মূল্যায়ন ও ভারতের বৃদ্ধি ও উন্নতিতে তাঁর সমর্থনের প্রশংসা করেন তিনি। এই সফর কালে জয়শংকর  ফ্রান্সের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ফরাসী বিদেশমন্ত্রী জিন নোয়েল ব্যারোটের সঙ্গে ও কথা বলবেন। তাঁরা এই আলোচনায় ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। সেই সঙ্গে জয়শঙ্কর ফরাসী রাষ্ট্রদূতদের ৩১ তম সম্মেলনে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি লুক্সেমবার্গ যাবেন এবং সেখানের প্রবীণ নেতৃবৃন্দ এবং উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে বৈঠক করবেন। সেখানে  লুক্সেমবার্গের প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।