বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও চিনের মধ্যে মত ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের উপর জোর দিয়েছেন। চিনা উপরাষ্ট্রপতি হান জেংয়ের সঙ্গে আজ বৈঠক করেন জয়শঙ্কর। বৈঠকে তিনি উল্লেখ করেছেন, দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নত হবে। বিদেশমন্ত্রী বলেছেন, গত অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠকের পর থেকেই ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নতি হয়েছে। তিনি জানিয়েছেন, চিনা উপরাষ্ট্রপতির সঙ্গে তাঁর বৈঠকের পর দু’দেশের সম্পর্ক আরও ইতিবাচক দিকে এগোবে।
Site Admin | July 14, 2025 12:04 PM
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও চিনের মধ্যে মত ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের উপর জোর দিয়েছেন
