পহেলগাঁও ঘটনার প্রেক্ষিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নেদারল্যান্ডসের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেছেন, বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। গতকাল হেগে নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী ক্যাস্পার ভেল ক্যাম্প এর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, ৬ দিনের সফরে নেদারল্যান্ড, ডেনমার্ক, ও জার্মানির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন দুজনের মধ্যে ইউরোপিয় ইউনিয়নের কাজকর্ম সহ একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে সাক্ষাৎ হয়েছে।
এর আগে ডঃ এস জয়শঙ্করকে নেদারল্যান্ডে স্বাগত জানা সেদেশে ভারতের রাষ্ট্রদূত কুমার তুহি এবং নেদারল্যান্ডস এর বিদেশ মন্ত্রকের গাব্রিয়েলা স্যানসিসি।