January 2, 2026 7:28 PM

printer

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত আত্মরক্ষার স্বার্থে কীভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে তার সিদ্ধান্ত ভারত নিজেই নেবে, অন্য কেউ নয়

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত আত্মরক্ষার স্বার্থে কীভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে তার সিদ্ধান্ত ভারত নিজেই নেবে, অন্য কেউ নয়। চেন্নাইতে আজ, আই আই টি মাদ্রাজ টেকনো-এন্টারটেইনমেন্ট ফেস্ট শাস্ত্র ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশমন্ত্রী এ-কথা বলেন। ভারতের “প্রতিবেশী প্রথম” নীতির রূপরেখা তুলে ধরে বিদেশমন্ত্রী জোর দিয়ে বলেন, শত্রুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্রগুলির বিরুদ্ধে ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি বলেন, সীমান্তপারে ক্রমাগত সন্ত্রাসবাদের ঘটনা ঘটলে তা পারস্পরিক উন্নতির পথে অন্তরায় হয়ে ওঠে। হিংসা আর সহযোগিতা কখনও একসঙ্গে চলতে পারে না, আর তাই জলবণ্টন ব্যবস্থার মতো সুবিধা বাতিল করতে হয়েছে।

প্রতিবেশী দেশের উন্নতির স্বার্থে ভারতের বৃহত্তর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে জয়শঙ্কর ‘বসুদৈব কুটুম্বকম’ মন্ত্রের উল্লেখ ক’রে বলেন, ভারতের বিদেশনীতি গোটা বিশ্বকে একটি পরিবার হিসেবে মনে করে এবং শক্তি ও অংশীদারিত্বের মাধ্যমে সমস্যা নিরসনের চেষ্টা করে। ডঃ জয়শঙ্কর তাঁর ভাষণে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে সাম্প্রতিক ঢাকা সফরের কথা উল্লেখ ক’রে বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্রের স্থিতিশীলতায় বিশ্বাসী। ভারতের অর্থনৈতিক বৃদ্ধি, বাংলাদেশের আসন্ন নির্বাচনের সময়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে বিদেশমন্ত্রী মত ব্যক্ত করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।