বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার এস সি ও বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। ডঃ জয়শঙ্কর গতকাল দুই দিনের চীন সফরে বেইজিংয়ে পৌঁছেছেন। এস সি ওর বিদেশমন্ত্রীরা বিভিন্ন ক্ষেত্রে এস সি ও সহযোগিতা এবং প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। এসসিও গোষ্ঠীতে ১০টি সদস্য রাষ্ট্র রয়েছে। এগুলি হল ভারত, চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ। চীন এস সি ও র বর্তমান সভাপতি। এস সি ওর বিদেশমন্ত্রীদের বৈঠকের পাশাপাশি ড জয়শঙ্করের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে।
Site Admin | July 15, 2025 9:12 AM
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার এস সি ও বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।
