নির্বাচন কমিশন দুটি ভোটার আইডি কার্ড থাকার অভিযোগে বিতর্কের মধ্যে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবকে তার আসল ভোটার আইডি কার্ড সহ বিস্তারিত জমা দিতে বলেছে। দিঘা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা জানিয়েছেন যে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব যে ভোটার আইডি কার্ড দেখিয়েছেন তা নির্বাচন কমিশন দেয় নি। খসড়া ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার ব্যপারে পাটনা জেলা নির্বাচন কর্মকর্তা-এবং-জেলা শাসক ডঃ ত্যাগরাজন বলেছেন যে তেজস্বী যাদবের নাম এখনও দিঘা নির্বাচনী এলাকায় তালিকাভুক্ত রয়েছে। সরকারী রেকর্ড অনুসারে, বিহার প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে অবস্থিত বুথ নং 204-এ তেজস্বী যাদব ভোটার হিসেবে নিবন্ধিত।
ইতিমধ্যে, বিজেপি এবং অন্যান্য এনডিএ জোটের নেতৃবৃন্দ তেজস্বী যাদবের বিরুদ্ধে জাল ভোটার আইডি রাখার অভিযোগ করেছেন। বিজেপির জাতীয় মুখপাত্র অজয় অলোক নির্বাচন কমিশনের কাছে এ ব্যপারে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং মামলা দায়ের করার আহ্বান জানিয়ে, বলেছেন যে দুটি ভোটার আইডি কার্ড রাখা অপরাধ।