December 25, 2025 9:21 AM

printer

বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে, গতকাল ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা সেঞ্চুরি করেছেন।

বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে, গতকাল ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা সেঞ্চুরি করেছেন। বেঙ্গালুরুতে অন্ধ্রপ্রদেশের করা ২৯৯ রান তাড়া করতে নেমে দিল্লির হয়ে বিরাট কোহলি ১০১ বলে ১৩১ রান করেন। প্রিয়াংশু আর্য এবং নীতীশ রানার করেন অর্ধ শতরান। দিল্লি ৪ উইকেটে অন্ধ্রপ্রদেশকে পরাজিত করেছে।

অন্যদিকে, জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে সিকিমের বিপক্ষে ৯৪ বলে ১৫৫ রান করেন রোহিত শর্মা। তাঁর এই ইনিংসের সুবাদে মুম্বাই ২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে সিকিমকে হারিয়ে দেয়।

রাঁচির জেএসসিএ ওভাল গ্রাউন্ডে প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান করে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বিহার। প্রথমে ব্যাট করতে নেমে বিহারের বৈভব সূর্যবংশী ৮৪ বলে ১৯০ রান করেন, অধিনায়ক সাকিবুল গনি মাত্র ৪০ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন। আয়ুষ লোহারুকাও করেন ১১৬ রান। বিহার ৩৯৭ রানে ম্যাচটি জিতে নেয়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৪১৩ রানের লক্ষ্য তাড়া করে কর্ণাটক ৫ উইকেটে ঝাড়খণ্ডকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ঝাড়খণ্ড ৫০ ওভারে ৯ উইকেটে ৪১২ রান করে। অধিনায়ক ইশান কিষাণ ৩৯ বলে ১২৫ রান করেন।  বিরাট সিং ও কুশাগরা অর্ধ শতরান করেন। দেবদত্ত পাডিক্কলের ১৪৭ রানের সুবাদে কর্ণাটক ঝাড়খণ্ডকে হারিয়ে দেয়।

অন্যদিকে, রাজকোটে গতকাল বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে তাদের প্রথম ম্যাচে বাংলা, বিদর্ভকে ৩ উইকেট হারিয়ে দিয়েছে।