বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আদিবাসীদের উৎসাহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন ভারত সরকার। দেশের ট্রাইবাল এলাকাগুলিতে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান পড়ার জন্য উৎসাহ জোগাতে কাজ করছে কলকাতার ইন্ডিয়ান এসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স IACS। ভারত সরকারের এই সংস্থা পুরুলিয়ার সিধো কানহো বিরশা বিশ্ব বিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে গতকাল বিজ্ঞান নিয়ে গবেষণার ক্ষেত্রে উৎসাহ বাড়াতে বিশেষ আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ১লা সেপ্টেম্বর থেকে দু’দিন ধরে চলা এই প্রোগ্রামে যোগদেন পুরুলিয়ার বিজ্ঞান নিয়ে উচ্চ শিক্ষক ও ছাত্রছাত্রীরা। “Stimulating Scientific Quality Improvement Program in Young STHuman Resources for Self-Sustainable Empowerment” শিরোনামে এই কর্মকাণ্ডে যোগ দেন IACS নির্দেশক অধ্যাপক কালোবরন মাইতি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, উপাচার্য ডঃ পরিত্র কুমার চক্রবর্তী, রেজিস্ট্রার ডঃ নচিকেতা বন্দ্যোপাধ্যায়, পরীক্ষা নিয়ামক ডঃ সুবল চন্দ্র দে সহ বিশ্ববিদ্যালয়ের অফিসার ও অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
Site Admin | September 4, 2025 1:05 PM
বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আদিবাসীদের উৎসাহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন ভারত সরকার।
