বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, ভারতের সংস্কার যাত্রায় প্রযুক্তি অগ্রণী ভূমিকা নিচ্ছে। নতুনদিল্লিতে আজ তাঁর মন্ত্রকের বছর–শেষের সাফল্য উপলক্ষে ভাষণ দিতে গিয়ে তিনি জোর দিয়ে বলেন, সরকার ২০১৪ সাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ডঃ সিং উল্লেখ করেন, প্রযুক্তি এবং উদ্ভাবনই দেশের ভবিষ্যত নির্ণয় করবে। মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রথমবারের মতো কোনও সরকার বেসরকারি ক্ষেত্রগুলিকে উৎসাহ দিতে উদ্যোগ নিচ্ছে।
Site Admin | January 2, 2026 7:23 PM
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, ভারতের সংস্কার যাত্রায় প্রযুক্তি অগ্রণী ভূমিকা নিচ্ছে।