December 20, 2025 9:34 PM

printer

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং স্থূলত্ব  মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং স্থূলত্ব  মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ দুই দিনব্যাপী এশিয়া ওশিয়ানিয়া কনফারেন্স অন ওবেসিটি (এওসিও)-এর উদ্বোধনী অনুষ্ঠানে  যোগ দেন তিনি।  ওজন কমানোর ওষুধ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেনস্থূলত্ব কেবল একটি বাহ্যিক সমস্যা নয়বরং এটি একটি জটিল এবং দীর্ঘস্থায়ী ব্যাধি। ডঃ জিতেন্দ্র সিং  উল্লেখ করেনভারতে ৬৩ শতাংশ মৃত্যুর কারণ  অসংক্রামক ব্যাধিযা কোনো না কোনোভাবে স্থূলত্বের   সঙ্গে সম্পর্কিত। এপ্রসঙ্গে ফিট ইন্ডিয়াখেলো ইন্ডিয়ার মতো প্রকল্পের কথা এদিনের অনুষ্ঠানে তুলে ধরেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।