বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, ডাঃ জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে দেশের যুব সমাজের ক্ষমতায়নে ক্যাম্পাস ট্যাঙ্কের উদ্বোধন করেছেন। নিজস্ব স্টার্টআপ তৈরি করে আগামী প্রজন্মের উদ্যোক্তাদের প্রাথমিক পেশাগত সুযোগ করে দিতে ক্যাম্পাস ট্যাঙ্ক বিশেষ সহায়ক হবে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ৬০ লক্ষ ডলার তহবিলের এই উদ্যোগ_ দেশব্যাপী তরুণ উদ্ভাবকদের নতুন স্টার্টআপ স্থাপন এবং এসংক্রান্ত কাজে অর্থ সঞ্চয়ে গুরুত্বপূর্ন মঞ্চ হিসেবে কাজ করবে। ভারতকে আন্তর্জাতিক স্তরে স্টার্টআপ কেন্দ্রে রূপান্তরিত করতে যুবদের ভূমিকার উপর জোর দিয়ে মন্ত্রী, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে তাদের অবদানের কথা তুলে ধরেন।
Site Admin | September 6, 2025 9:10 PM
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, ডাঃ জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে দেশের যুব সমাজের ক্ষমতায়নে ক্যাম্পাস ট্যাঙ্কের উদ্বোধন করেছেন।
