বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেছেন, গত ১১ বছরে প্রযুক্তি ভারতের উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠেছে। নতুনদিল্লীতে এক প্রেস কনফারেন্সে সরকারের ১১ বছরের সাফল্য ড. সিং বলেন, ২০১৪ সালে যেখানে মাত্র ৫০টি বায়োটেক স্টার্টআপ ছিল, বর্তমানে টা বেড়ে হয়েছে দশ হাজারেরও বেশি। দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের শক্তিকে গুরুত্ব দিয়ে তিনি সুস্থায়ী উন্নয়নে জীব বৈচিত্র্যকে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন।
Site Admin | June 23, 2025 6:54 PM
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেছেন, গত ১১ বছরে প্রযুক্তি ভারতের উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠেছে।
