বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী জিতেন্দ্র সিং অতিরিক্ত প্রশ্নের জবাবে আজ লোকসভায় জানিয়েছেন, ২০৪০ সালের মধ্যে ভারত চন্দ্রপৃষ্ঠে নভশ্চর পাঠানোর পরিকল্পনা করছে।
শ্রী সিং আরও জানিয়েছেন, চন্দ্রযান-৪, ৫টি উপাদান সহ দুটি যানে করে উৎক্ষেপণ করা হবে।
গগনযানের নভশ্চরেদের আড়ালে রাখার প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তাঁদেরকে বিভিন্ন বিক্ষেপ থেকে রক্ষা করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেছেন, মহিলা রোবট সহ গগনযানের পরীক্ষামূলক উড়ান এই বছর শেষের আগেই সম্পন্ন হবে।