মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 9, 2025 10:09 PM

printer

বিজেপি-র জাতীয় সভাপতি এবং স্বাস্হ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ ত্রিপুরায় মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে দুটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন।

বিজেপি-র জাতীয় সভাপতি এবং স্বাস্হ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ ত্রিপুরায় মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে দুটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন। ত্রিপুরায় বিজেপি-র নেতৃত্বাধীন এন ডি এ সরকারের ৭ বছর উপলক্ষে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে, আয়োজিত দলের বিপুল সমাবেশে তিনি ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারে কোন শিশু কন্যা জন্মালে মুখ্যমন্ত্রীর বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় রাজ্য সরকার তার জন্য ৫০ হাজার টাকা বন্ড হিসেবে জমা রাখবে। সেই বালিকাটি ১৮ বছর হলে তার শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনে কাজে লাগানোর জন্য সে মোট ১০ লক্ষ টাকা পাবে।

মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনাটি ছাত্রীদের জন্য নির্দিষ্ট। এই প্রকল্পে ত্রিপুরা বোর্ড, সিবিএসই এবং আই সি এস ই পরীক্ষার্থীর ১৪০ জন মেধাবী ছাত্রীকে স্কুটি দেওয়া হবে। শ্রী নাড্ডা বলেন, এই দুটি প্রকল্পই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মস্তিষ্ক প্রসূত।