October 15, 2025 4:30 PM

printer

বিজেপি, জম্মু কাশ্মীর, ঝাড়খন্ড, ওড়িশা ও তেলেঙ্গানায় আসন্ন উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

বিজেপি, জম্মু কাশ্মীর, ঝাড়খন্ড, ওড়িশা ও তেলেঙ্গানায় আসন্ন উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

জম্মু কাশ্মীরের বাদগাম-এ আগা সৈয়দ মহসীন ও নাগ্রোটা-য় দেবযানী রাণাকে দলের প্রার্থী করা হয়েছে। ঝাড়খন্ডের ঘাটশিলা আসনে বাবুলাল সোরেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওড়িশার নুওয়াপড়ায় প্রার্থী হচ্ছেন জয় ঢোলকিয়া। তেলেঙ্গানার জুবিলি হিল্‌স আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন লংকালা দীপক রেড্ডি।   

এই আসনগুলিতে ভোট নেওয়া হবে ১১’ই নভেম্বর। ফল প্রকাশিত হবে ১৪’ই নভেম্বর।