বিজেপি গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় রাজ্যের দুই মন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করে গ্রেফতার করার দাবি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসুকে বরখাস্ত করার দাবি জানান।
এই ঘটনায় গ্রেফতার হওয়া শতদ্রু দত্তের বিরুদ্ধে দায়ের করা FIR টি ত্রুটিপূর্ণ বলে তাঁর অভিযোগ। তাঁর দাবি, রাজ্যের মানুষ বর্তমান তদন্ত কমিটি নিয়ে সন্তুষ্ট নয়। আদালতের নজরদারিতে একজন বিচারপতির নেতৃত্বে নতুন তদন্ত কমিটি গঠনের জন্য রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন তিনি। স্টেডিয়ামে জল বিক্রি নিয়েও প্রশ্ন তোলা হয়। পুরো বিষয়টি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়ায় রাজ্যের মানুষ লজ্জিত বলে তিনি মন্তব্য করেছেন।
এদিকে, উত্তর ২৪ পরগনার ইছাপুরে আজ পরিবর্তন সংকল্প যাত্রার শেষে শুভেন্দু অধিকারী বলেন, বিপুল অর্থ খরচ করে মেসিকে দেখতে না পাওয়ায় রাজ্যের ফুটবল প্রেমীরা প্রতিবাদ জানালে পুলিশ তাদের নৃশংসভাবে মেরেছে। বর্তমান কোন বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে হবে।
বিজেপি যুব মোর্চা আজ ময়দানে গোষ্ঠ পালের মূর্তির সামনে বিক্ষোভ দেখিয়েছে।