মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 29, 2024 6:32 PM

printer

বিজেপি গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে

বিজেপি গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল আজ রাজ্যপালের কাছে চিঠি দিয়েছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল দলের ছাত্র সমাবেশে আসাম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিকে অশান্ত করার যে বার্তা দিয়েছেন, তাতে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত। পাশাপাশি গতকালের বক্তব্যে মুখ্যমন্ত্রী যে হিংসার প্ররোচনা দিয়েছেন তার বিরুদ্ধেও তিনি রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন। সাংবিধানিক প্রধান হিসেবে এবিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য তিনি রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন। দলের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।