বিজেপি আসন্ন বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে প্রকাশিত রাষ্ট্রীয় জনতা দলের নির্বাচনী প্রতিশ্রুতি গুলি নিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে সমালোচনা করেছে । নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন
তেজস্বী যাদবের বিবৃতি সমগ্র নির্বাচনী প্রক্রিয়াকে একটি প্রহসনে পরিণত করেছে। এই প্রসঙ্গে শ্রী ত্রিবেদী, তেজস্বী যাদবের বিহারে পরিবার পিছু একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিকে অন্তঃসারশূন্য বলে উড়িয়ে দেন । তিনি বলেন যে রাজ্যের মোট বাজেট বরাদ্দ ৩.১৭ লাখ কোটি এবং জনসংখ্যা প্রায় ১৩.৫ কোটি , সেখানে শুধুমাত্র বেতন বাবদ খরচ হবে প্রায় ২৯ লাখ কোটি টাকা। বিরোধী মহাজোটের প্রসঙ্গে শ্রী ত্রিবেদী বলেন , ভোটার তালিকা সঠিক না হওয়া নিয়ে যারা নাটক করছিল , তীব্র অন্তর্দ্বন্দ্বের ফলে তারা নিজেদের প্রার্থী তালিকাই চূড়ান্ত করতে পারেনি ।
 
									 
		 
									 
									 
									