বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য আজ মনোনয়ন জমা নেওয়া হয়। নতুন দিল্লীতে দলের সদর দপ্তরে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত মনোনয়ন দাখিলের প্রক্রিয়া চলে। অমিত শাহ, রাজনাথ সিং, জে পি নাড্ডা, নিতিন গড়করি, জি কিষান রেড্ডি, মনোহরলাল খট্টর সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত নাম প্রত্যাহার করা যাবে।
উল্লেখ্য, বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আছেন জগৎ প্রকাশ নাড্ডা।