বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে আক্রমণের নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে গতকাল এক বার্তায় তিনি বলেন,রাজ্য পুলিশের উপস্থিতিতে এই আক্রমণ চালানো হয়েছে,যা আরও উদ্বেগের। এই ঘটনা মমতা ব্যানার্জির সরকারের অধীনে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ারই স্পষ্ট প্রতিফলন। শ্রী নাড্ডা একে শুধুমাত্র একজন নির্বাচিত প্রতিনিধির ওপর আক্রমণ নয়,গণতন্ত্রের ওপর আক্রমণ বলে অভিহিত করেন।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের ঘটনায় অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে কোচবিহারে এবং বারাসাতে বিরোধী দলনেতার উপর আক্রমণের ঘটনার বিস্তারিত উল্লেখ করেন। শ্রী ভট্টাচার্য অভিযোগ করেন, প্রশাসনকে আগাম জানানো সত্ত্বেও বিরোধী দলনেতার সুরক্ষার জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আদালতের নির্দেশ সত্ত্বেও বিরোধী দলনেতার উপর এই আক্রমণ প্রমাণ করে রাজ্যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। রাজ্য সভাপতি কোচবিহার ও বারাসাতে বিরোধী দলনেতার উপর আক্রমণের ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত, যেসব পুলিশ আধিকারিক বিরোধী দলনেতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফ্যাক্ট ফইন্ডিং টিম পাঠানোর জন্য শ্রী ভট্টাচার্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন।