বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হয়েছেন নীতিন নবীন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুন সিং এক বিবৃতিতে আজ এই পদে বিহারের রাজ্য মন্ত্রিসভার সদস্য নীতিন নবীনের নাম ঘোষণা করেছেন।
সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নীতিন নবীনকে অভিনন্দন জানিয়েছেন।এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেন,নীতিন নবীন একজন পরিশ্রমী কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সংগঠনিক অভিজ্ঞতা এবং বিহারে একাধিক মেয়াদে বিধায়ক ও মন্ত্রী হিসেবে তার বিশেষ অবদান রয়েছে।মানুষের আকাঙ্ক্ষা পূরণের নীতিন নবীন অধ্যাবসায়ের সঙ্গে কাজ করেছেন। তিনি নম্র স্বভাব এবং কাজে বিশ্বাসী। তার শক্তি ও নিষ্ঠা আগামী দিনে বিজেপি দলকে শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী।