July 5, 2025 9:47 AM

printer

বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের একাংশ

চাকরি ফেরানোর দাবিতে আজ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠনের তরফে সুমন বিশ্বাস জানান, নিজেদের দাবির কথা তাঁরা বিজেপি রাজ্য সভাপতির কাছে তুলে ধরবেন। আইনি লড়াইয়ে চাকরি ফেরানো ছাড়াও ২২ লক্ষ ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ, অযোগ্যদের চাকরি থেকে বরখাস্তের দাবিতে জেলায় জেলায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।