মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 3, 2025 9:29 PM

printer

বিচার ব্যবস্থাকে সম্মান করলেও স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরী বাতিলের শীর্ষ আদালতের রায় তিনি মানতে পারছেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন।

বিচার ব্যবস্থাকে সম্মান করলেও স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরী বাতিলের শীর্ষ আদালতের রায় তিনি মানতে পারছেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, কিছু মানুষের ভুলে সকলে শাস্তি পাচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের কিছু অংশ এদিন মুখ্যমন্ত্রী পড়ে শোনান। শীর্ষ আদালতের নির্দেশ মতই আগামী তিন মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশন যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

চাকরী বাতিলের জন্য তিনি বাম বিজেপিকেই দায়ী করেছেন। শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়াই বিজেপির লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন। এর বিরুদ্ধে আইনী পথে লড়াই হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যাদের চাকরী গেছে, সেই সব ব্যক্তি ইতোমধ্যেই বিচার পাওয়ার জন্য ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। এর আওতায় আগামী ৭ ই এপ্রিল নেতাজী ইন্ডোরে মুখ্যমন্ত্রী তাদের কথা শুনবেন বলে আশ্বাস দেন।

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।